আগামী গ্রীষ্মে ৮ খেলোয়াড়কে ছাড়ছে বার্সেলোনা!

টানা চার বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য নেই। শেষ দুই বার তো অবিশ্বাস্যভাবে হেরে বিদায় নিয়েছেন। তাই চলতি মৌসুমের শুরুতে ঘুরে দাঁড়াতে বেশ অদল-বদলের ইঙ্গিত দিয়েছেন তারা। তবে সে অর্থে করতে পারেননি। তাই মাঠেও ফলাফল তেমনটা ছিল না। স্থগিত হওয়ার আগ পর্যন্ত লালিগার শীর্ষে থাকলেও মৌসুম জুড়ে সংগ্রামই করতে হয়েছে বার্সেলোনাকে। তাই আগামী মৌসুম অদল বদলটা একটু বেশিই করার চেষ্টা করছে দলটি।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, আগামী গ্রীষ্মে মোট ৮ জন খেলোয়াড় বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছে বার্সেলোনা। এর মধ্যে রয়েছে গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে কেনা আতোঁয়ান গ্রিজমানের নামও। ১২০ মিলিয়ন ইউরো খরচ করে মৌসুমের শুরুতে তাকে কিনেছিল বার্সেলোনা। ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করায় আবার জরিমানাও গুনতে হয়েছিল তাদের। আর বার্সায় যোগ দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্রিজমান। অনেকটা ছায়া হয়েই ছিলেন। তাই এক মৌসুম না যেতেই তার গায়ে বিক্রির ট্যাগ লাগিয়ে দিচ্ছে কাতালানরা।

তালিকায় নাম রয়েছে ফিলিপ কৌতিনহোরও। চলতি মৌসুমের শুরুতেই তাকে বিক্রির জন্য উঠেপড়ে লেগেছিল দলটি। শেষপর্যন্ত দরদাম ঠিকঠাক না পাওয়ায় বায়ার্ন মিউনিখে ধারে পাঠায় তারা। যদিও চুক্তিতে তাকে বিক্রির অপশনটি ছিল। কিন্তু জার্মান গণমাধ্যমের খবর, তার খেলায় শতভাগ সন্তুষ্ট নয় বায়ার্ন। তাই তাকে বার্সেলোনায় ফেরত পাঠাবে তারা।

তবে কিছুটা বিস্ময় ছড়িয়ে রয়েছে আর্তুরু ভিদালের নাম। কারণ বার্সায় যোগ দেওয়ার পর থেকেই দারুণ খেলছেন চিলির এ তারকা। চলতি মৌসুমেও দুর্দান্ত। এছাড়া লা মাসিয়ার খেলোয়াড় কার্লোস অ্যালেনাও আছেন এ তালিকায়। বর্তমানে রিয়াল বেটিসে ধারে খেলছেন তিনি। দলের বিকল্প গোলরক্ষক নেতোকেও বিক্রির তালিকায় রেখেছে ক্লাবটি।

আছে ইভান রাকিতিচের নামও। গত মৌসুমেই বিক্রি করতে বেশ চেষ্টা করেছিল বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান তাকে নেওয়ার জন্য বেশ চেষ্টা করেছিল। তবে সঠিক মূল্য না পাওয়ায় শেষ পর্যন্ত বেচা হয়নি তাকে। আর চলতি মৌসুমে ন্যু ক্যাম্পে ব্যর্থ হওয়ায় তাকে আর ধরে রাখতে চাইছে না ক্লাবটি। সাবেক ক্লাব সেভিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আছেন মাত্র ৩৪ দিন আগে দলে যোগ দেওয়া মার্টিন ব্র্যাথওয়েটও। ১৮ মিলিয়ন ইউরো খরচ করে কেনা এ খেলোয়াড় এখন পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে মাত্র ১২৭ মিনিট মাঠে ছিলেন। একমাত্র লেভান্তের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। বাকি দুই ম্যাচে খেলেছেন বদলী হিসেবে। এছাড়া ৮ জনের তালিকায় রয়েছেন স্যামুয়েল উমতিতি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago