টেলিকম অপারেটরদের কাজে আইন প্রয়োগকারী সংস্থার বাধা: অ্যামটব

টেলিকম অপারেটরদেরকে কাজ করতে আইন প্রয়োগকারী সংস্থার বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে দেশের টেলিকম অপারেটরদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব)।

টেলিকম অপারেটরদেরকে কাজ করতে আইন প্রয়োগকারী সংস্থার বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে দেশের টেলিকম অপারেটরদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব)।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেশ কিছু জায়গায় মোবাইল ফোন কোম্পানিগুলোর কর্মকর্তা ও কর্মীদের নেটওয়ার্ক ব্যবস্থাপনা, রিচার্জ, বিতরণ ও গ্রাহক সেবাসহ অন্যান্য কাজের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বাধার মুখে পড়েন।

তবে, তারা নির্দিষ্ট কোনো ঘটনা কিংবা স্থানের কথা উল্লেখ করেননি।

বিজ্ঞপ্তিতে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এ বিষয়ে তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

দেশব্যাপী নিরবচ্ছিন্ন সেবা দিতে মোবাইল অপারেটররা যেন বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয় বিজ্ঞপ্তিতে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দশ দিনের সাধারণ ছুটির ঘোষণায় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে টেলিযোগাযোগ ও ইন্টারনেটকে জরুরি সেবা বলে উল্লেখ করে।

এ দশ দিনে জরুরি সেবা সরবরাহ অব্যাহত রাখতে সরকার নির্দেশ দিয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

5h ago