বিশ্ব বাজারের জন্য প্রস্তুত ইরানের করোনা টেস্টিং কিট

ইরানে রাস্তা জীবাণুমুক্ত করা হচ্ছে। ছবি: রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাস প্রকোপে সারা বিশ্বে এখন সবচেয়ে বেশি চাহিদা করোনা টেস্টিং কিটের। ইরান তাদের দেশে উৎপাদিত টেস্টিং কিট বিশ্ব বাজারে ছাড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।

সংবাদে বলা হয়েছে, ইরানে তৈরি এই টেস্টিং কিট প্রতি সপ্তাহে ৮০ হাজার করে উৎপাদন করতে পারবে পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস। এই কিট ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত।

পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ওয়াহিদ ইউনেসি জানান, ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ভাইস প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে তার প্রতিষ্ঠান এ কিট তৈরির কাজ শুরু করে।

‘তাদের প্রতি সপ্তাহে ৮০ হাজার কিট সরবরাহ করার সক্ষমতা রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে ৪ লাখ কিট সরবরাহ করার প্রস্তুতিও রয়েছে।’

এই কিট আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ে ওয়াহিদ জানান, ইরানের চাহিদা মিটিয়ে তাদের কিট রপ্তানি করা হবে। ইতোমধ্যে ২০টির মতো দেশ কিট কেনার আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে মেডিকেল সরঞ্জাম আমদানি না করতে পেরে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করতে হয় ইরানের। পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস ছাড়াও ইরানের আরও কয়েকটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠান করোনাভাইরাস টেস্টিং কিট তৈরি করেছে।

ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে নতুন করে নিষেধাজ্ঞা দেয় দেশটির ওপর।

Comments