চীন থেকে মেডিকেল ইকুইপমেন্ট আসছে বিকালে

চীন থেকে মেডিকেল ইকুইপমেন্ট বহনকারী বিশেষ ফ্লাইট আজ বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।
তিনি বলেন, ‘মেডিকেল ইকুইপমেন্টের মধ্যে করোনা পরীক্ষার ১০ হাজার কিট এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম রয়েছে।’
বিশেষ ফ্লাইটটি বিকাল সাড়ে ৫টা নাগাদ বিমানবন্দরে এসে পৌছানোর কথা রয়েছে বলে জানান বিমানবন্দর পরিচালক।
মেডিকেল ইকুইপমেন্টগুলো সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
Comments