খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু
খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ৩০ বছরের এক রোগী মারা গেছেন। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। আইসোলেশনে নেওয়ার ছয় ঘণ্টার মধ্যে মারা যান ওই রোগী।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পূর্ণ বিকাশ চাকমা জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই রোগী ভর্তি হন হাসপাকালে। জ্বর, কাশি ও প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তার। অবস্থা খারাপ হতে থাকায় তাকে আইসোলেশনে পাঠানো হয়।
তিনি বলেন, আমরা অনেকবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তবে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ওই রোগীর মৃত্যুর পর হাসপাতালের দুই জন চিকিৎসক ও দুই জন নার্সসহ পাঁচ জনকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়া হয়েছে, জানান তিনি।
তিনি বলেন, রোগীর পরিবার জানিয়েছে, অনেকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন ওই রোগী।
আমরা তার রক্তের নমুনা সংগ্রহ করেছি এবং আইইডিসিআরে তা পাঠানো হয়েছে, বলেন তিনি।
Comments