পূর্বাচলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পূর্বাচলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার বিকেলে পূর্বাচল ৯ নম্বর সেক্টর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, পূর্বাচলের হেলিপ্যাড চত্তরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন আশরাফুল পরে মারা যান।
তিনি আরও জানান, আশরাফুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments