করোনাভাইরাস

চীন, ইতালিকে ছাড়িয়ে আক্রান্ত বেশি যুক্তরাষ্ট্রে

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৩ হাজারেরও বেশি মানুষ। আগে চীন ও ইতালিতে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনশূন্য নিউইয়র্কের ম্যানহাটন। ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৩ হাজারেরও বেশি মানুষ। আগে চীন ও ইতালিতে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১০০ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ১৯৫ জন। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ জন এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়ছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক শহরে আক্রান্তের হার অনেক বেশি। শহটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮০২ জনকে শনাক্ত করা হয়েছে।

সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অন্য দুই ব্যস্ত শহর নিউজার্সি ও ক্যালিফোর্নিয়াতেও আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই দুই শহরে যথাক্রমে ৬ হাজার ৮৭৬ ও ৩ হাজার ৮০২ জনকে শনাক্ত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

People in Lalmonirhat, Kurigram hit hard by cold, fog

The day-to-day life of people in some upazilas of Kurigram and Lalmonirhat has been severely affected by the cold and dense fog

1h ago