দিনেই জনশূন্য, পুলিশ বলছে গভীর রাতে দুই গ্রুপের ‘বন্দুকযু্দ্ধে’ নিহত ১
করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী চলা সাধারণ ছুটির মধ্যে দিনের বেলাতেও বিরাজ করছে নীরবতা। দিনের বেলাতেই যখন মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, তখন পুলিশ বলছে, সাতক্ষীরার সদর উপজেলায় দুই দল দুস্কৃতিকারীর মধ্যে (গভীর রাতে) ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ওয়াহেদ আলী গাজী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নবত আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শরিফ এনামুল বলেন, ‘আজ শুক্রবার ভোররাত ২টার দিকে দুই দল দুস্কৃতিকারীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।’
তিনি জানান, চেলারডাঙ্গী গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ সংবাদ পেয়ে ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যান। সেখানে তারা মৃতদেহ দেখতে পান।
‘ময়নাতদন্তের জন্যে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা আছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তি দুটি হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলার আসামি।’
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক শরিফ এনামুল।
Comments