করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় ২৫ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ২৪৪ জন।
HEALTH-CORONAVIRUS-FRANCE.jpg
প্যারিসের ভূতুরে রাস্তায় শুয়ে আছেন এক গৃহহীন ব্যক্তি। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় ২৫ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ২৪৪ জন।

প্রতিদিন দ্রুতগতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯০৬ জন, মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

ইতালিতে মোট আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন, মারা গেছেন আট হাজার ২১৫ জন।

স্পেনে মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৯ জন, মারা গেছেন চার হাজার ৮৫৮ জন।

বাংলাদেশে নতুন আরও চার জন নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

40m ago