করমজলে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় বাটাগুর বাসকা

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। এ নিয়ে পঞ্চমবারের মতো করমজলে ডিম দিলো বাটাগুর বাসকা।
Karamjal_Turtle
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’। ছবি: স্টার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। এ নিয়ে পঞ্চমবারের মতো করমজলে ডিম দিলো বাটাগুর বাসকা।

প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটাতে আজ শুক্রবার ডিমগুলো বালুর মধ্যে রেখে দেওয়া হয়। ডিম থেকে বাচ্চা ফুটতে ৬৫ থেকে ৬৭ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বনবিভাগ। ২০১৭ সালে দুটি বাটাগুর ৬৩টি ডিম দিয়েছিল। সে সময় ৫৭টি বাচ্চা হয়। এর পরের বছর দুটি কচ্ছপ ৪৬টি ডিম দেয়, তা থেকে ২৪টি বাচ্চা ফোটে। গত বছর একটি কচ্ছপে ৩২টি ডিম দেয় এবং সবগুলো বাচ্চা ফোটে। গত ১০ মার্চ একটি কচ্ছপ ৩৫টি ডিম দেয়। সেগুলো এখনো বালুর মধ্যে রয়েছে।

সুন্দরবন করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, একটি কচ্ছপ ২১টি ডিম দিয়েছে। আমরা সবগুলো ডিমই প্রাকৃতিক উপায়ে ইনকিউবেশন (বালুর মধ্যে রেখে) করে বাচ্চা ফোটানোর চেষ্টা করবো। আশা করি, ৬৫ থেকে ৬৭ দিনের মধ্যে সবগুলো ডিম থেকে বাচ্চা হবে।

অস্ট্রিয়ান জু অর্গানাইজার, জুওলজিক্যাল সোসাইটি ফর দ্য কনজারভেশন অব স্পিসেস অ্যান্ড পপুলেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন অব অ্যাকুরিয়াম কিউরেটরস ও ফ্রেন্ডস অব দ্য ভিয়েনা জু-এর অর্থায়নে বাংলাদেশ বন অধিদপ্তর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, টার্টেল সার্ভাইবাল অ্যালাইন্স ও ভিয়েনা জু-এর উদ্যোগে বাটাগুর বাসকা দ্য নর্দান রিভার টেরাপিন প্রকল্প পরিচালিত হচ্ছে।

Comments