‘আমরা হাল ছাড়ছি না’, করোনা নিয়ে গানে গানে ব্রাভোর প্রেরণা
করোনাভাইরাসের কারণে খেলাধুলার পরিস্থিতি নেই, জীবনের প্রশ্ন যখন বড় স্থবির হয়ে আছে তাই সবই। কিন্তু এই ভয়াল থাবায় যাতে মানুষ হার না মানে সেই প্রেরণা দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ‘চ্যাম্পিয়ন’ গান গিয়ে দুনিয়া মাতানো ব্রাভো এবার গানে গানে বলেছেন, ‘উই আর নট গিভিং আপ।’
নিজের ইন্সটাগ্রাম ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন প্রেরনাদায়ী গানের ভিডিও। ব্রাভো গান শুরুর কথা এমন, ‘ইটস আ ব্যাড সিচুয়েশন, ইটস আ স্যাড সিচুয়েশন।’ এরপর বিশ্বজুড়ে চলা থমকে যাওয়া সময়ের ছবি তুলে ধরেছেন তিনি।
এরপর আক্রান্ত দেশগুলোর জন্য করেছেন প্রার্থনা আহবান, ‘লেটস প্রেয়ার ফর ইটালি, ইংল্যান্ড এন্ড জার্মানি, ত্রিনিদাদ এন্ড জ্যামাইকা, ইন্ডিয়া এন্ড চায়না, সে প্রেয়ার ফর আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা।’। করোনাভাইরাস যে সাদা, কালো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিস্টান বুঝে না সে কথা মনে করিয়ে দিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান গানে গানে। গানের শেষটায় ব্রাভো জোর দিয়ে বলেছেন, 'হারবে করোনা।'
গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমুদে এই ক্রিকেটার আহবান জানিয়েছেন সবাইকে এক হওয়ার, ‘আসুন সবাই এক হয়ে লড়াই করি। করোনাভাইরাসের হানার মাঝে এটি একটি ইতিবাচক গান।’
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে তুমুল সাড়া ফেলেছিলেন ব্রাভো। সেবার বিশ্বকাপ জিতেছিল ব্রাভোদের ওয়েস্ট ইন্ডিজ।
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর ছোবলে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ লাখ। এরমধ্যে মারা গেছেন ২৫ হাজারের বেশি।
Comments