নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ, রামেকে ভর্তি
করোনায় আক্রান্ত সন্দেহে নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের বাড়ি উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।
রবিবার সকালে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সতর্কতার অংশ হিসেবে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পরিবারের সংস্পর্শে কারা এসেছিল, তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে পাঠানো হবে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফরিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ওই জাবি শিক্ষার্থী গত ১৯ মার্চ ঢাকা থেকে বাড়িতে আসেন। তখন থেকেই তিনি অসুস্থ। স্থানীয়রা তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। গতকাল বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম তার বাসায় যায়। শরীরে করোনার উপসর্গ থাকায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতন কুমার সাহা বলেন, সম্ভাব্য সংক্রমণ রোধে ওই ছাত্রের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments