করোনা আক্রান্ত নয় আইসোলেশনে নেওয়া ৭ মাসের শিশু
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া ৭ মাসের শিশুটি করোনা আক্রান্ত নয়। গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরীক্ষায় শিশুটি করোনা আক্রান্ত নয় বলে জানানো হয়েছে।
আইইডিসিআরের রিপোর্টে পরামর্শ দেয়া হয়েছে, শিশুটির অসুস্থতা নির্ধারণ করে চিকিৎসা দেয়ার।
গত বুধবার জ্বর-সর্দি-কাশি নিয়ে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাসায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
সেদিন শিশুটি কোনো বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে আসেনি বলে জানিয়েছিল পরিবারটি।
পরদিন শিশুর শারীরিক পরিস্থিতি খারাপ হলে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় এবং সেখানে তারা স্বীকার করেন শিশুটির বাবা গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে আইসোলেশনে নেয় এবং শিশুটির লালা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠায়।
Comments