মানিকগঞ্জে করোনা উপসর্গে নারীর মৃত্যু, গ্রাম লকডাউন
মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর পর গ্রামটি লকডাউন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালটির উপপরিচালক এস এম মনিরুজ্জামান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। ওই নারী প্রায় সাত দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শেষ দুই দিন থেকে তার পাতলা পায়খানা হচ্ছিল।
তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ওই নারীর শ্বশুর মারা যান। তার শেষকৃত্যে অনেক লোক সমাগম হয়েছিল। সেইখানে কারও মাধ্যমে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য দ্রততম সময়ের মধ্যে তা ঢাকায় পাঠানো হবে।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস জানান, মৃতের পরিবারের সদস্য এবং তাদের প্রতিবেশীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতালটিকে বিশেষ নজরদারিতে এবং রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গ্রামটিকে লকডাউন করা হয়েছে।
Comments