ছিন্নমূল মানুষের পাশে ডাকসু নেতা

দেশে করোনা পরিস্থিতিতে অভাবে দিন কাটাচ্ছেন দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই তাদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত। নিজ উদ্যোগে ঢাকা শহরের নিম্ন আয়ের হাজারো মানুষের কাছে প্রতিদিন খাবার পৌঁছে দিচ্ছেন সৈকত।
দ্য ডেইলি স্টারকে সৈকত বলেন, ‘গত ২৫ মার্চ প্রাথমিকভাবে আমি গৃহহীন ৫০ জন মানুষের মধ্যে খাবার বিতরণ করি। এরপর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বন্ধুরা আমাকে সাহায্য করতে শুরু করে।’
এখন প্রতিদিন অন্তত ১০০ পরিবারে প্রয়োজনীয় সামগ্রী ও ২০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন সৈকত। তিনি বলেন, ‘আমি চাই না এই মহামারির সময়ে কেউ খাদ্য সংকটে থাকুক। এজন্যই তিন-চার জন বন্ধুর সাহায্যে আমি ফুটপাতে আশ্রয় নেওয়া মানুষগুলোর জন্য খাবার রান্না করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘আমি মনে করি, একজন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কেউ যদি এটাকে “লোক দেখানো” বলতে চান, তাতেও কোনো সমস্যা নেই। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমি সবসময়ই কাজ করে যাব।’
Comments