করোনায় আক্রান্ত সন্দেহে তরুণী আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক তরুণীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, গতকাল রাতেই ওই তরুণীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার দ্য ডেইলি স্টারকে বলেন, ওই তরুণীর শরীরিক অবস্থা দেখে মনে হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি। সেই সঙ্গে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছি। হাসপাতাল সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।
জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
Comments