জ্বর-কাশি-শ্বাসকষ্টে নারীর মৃত্যু, স্বামী আইসোলেশনে
সুনামগঞ্জ শহরে জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার স্বামীকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, ওই নারীর মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য বিভাগ জানতে পারার পর দ্রুত একজন সিনিয়র মেডিসিন কনসালটেন্টের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি অনুসন্ধানে ওই নারীর বাড়িতে পাঠানো হয়।
তিনি বলেন, ‘ওখানে যাওয়ার আগেই শবদাহ সম্পন্ন হওয়ার মৃত নারীর করোনা পরীক্ষা সম্ভাব নয়। তবে তার স্বামীরও জ্বর-কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে দ্রুত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়েছে।’
Comments