একই বাড়িতে বাবা, মা ও সন্তানের মরদেহ

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানায়।

কাশিমপুর থানার উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা তার তিন মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। ঘরে বিছানার ওপরে সন্তান ও স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। গৃহকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে, তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।’

Comments