একই বাড়িতে বাবা, মা ও সন্তানের মরদেহ
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানায়।
কাশিমপুর থানার উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা তার তিন মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। ঘরে বিছানার ওপরে সন্তান ও স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। গৃহকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে, তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।’
Comments