সোহরাওয়ার্দীর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন সন্দেহভাজন করোনা রোগী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে ৫৭ বছর বয়সের এই রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যান।
তিনি আরও জানান, এই রোগী পুরান ঢাকা থেকে এসেছিলেন। হাসপাতালে আসার আগে আরও কয়েকটি হাসপাতলে তাকে ভর্তির চেষ্টা করা হয়েছিল।
রোগীর মৃত্যুর পর তার শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার জানা যাবে তার করোনা হয়েছিল কিনা। ২০১৭ সালে এই রোগীর স্ট্রোক হয়েছিল বলেও তিনি জানান।
Comments