রপ্তানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বেতন দেবে সরকার

পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সরকারের তহবিল থেকে সর্বোচ্চ তিন মাসের বেতন-ভাতা পাবেন।
rmg
ছবি: স্টার ফাইল ফটো

পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা সরকারের তহবিল থেকে সর্বোচ্চ তিন মাসের বেতন-ভাতা পাবেন।

আজ বুধবার অর্থমন্ত্রণালয় এই তহবিল ব্যবহারের নীতিমালা প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংক আগামী কয়েকদিনের মধ্যে ব্যাংকে সার্কুলার পাঠাবে।

নীতিমালা অনুযায়ী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে বেতন-ভাতা দিতে পারবেন। আর ওই ঋণ তাদের পরিশোধ করতে হবে ১৮টি সমান কিস্তিতে।

তবে তারা কিস্তি দেওয়া শুরু করবেন ছয় মাস পর থেকে যেটাকে বলা হয় গ্রে সপ্রিয়ড।

নীতিমালায় আরও বলা হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন ব্যাংক অবশ্যই তাদের মোবাইল বা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করবে।

উল্লেখ্য, করোনায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:

‘রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ’

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets cabinet nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

48m ago