নড়াইলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ২০ মিনিট পর যুবকের মৃত্যু

Narail-1.jpg

নড়াইল সদর হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তির ১৫-২০ মিনিট পর শওকত মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শওকতকে রাত একটার দিকে গোসল, জানাজা না করেই দক্ষিণ নড়াইল কবরস্থানে দ্রুত দাফন করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শওকত মোল্লা নড়াইল পৌর এলাকার দক্ষিণ নড়াইল গ্রামের ওমর মোল্লার ছেলে। তিনি রূপগঞ্জ বাজারে সুপারির ব্যবসা করতেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শওকত মোল্লা জ্বর, শ্বাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। কোনো পরীক্ষা-নিরীক্ষার আগেই ৯টার দিকে মারা যান। তিনি বিদেশ ফেরত ছিলেন না, তার বয়সও কম ছিল, অল্প সময় সর্দি ও কাশির ইতিহাস ছিল। তাই আমরা আইইডিসিআর ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দাফনের অনুমতি দিয়েছি। তবে তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারেন্টিন থাকতে বলেছি।

শওকতের স্বজনরা জানান, কয়েকদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ার পর মঙ্গলবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে এনে ভর্তি করা হয়।

বাড়ি থেকে শওকত রূপগঞ্জ বাজারে গিয়ে ব্যবসা করতেন বলে জানান তার বাবা ওমর মোল্লা।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago