লন্ডনের এক্সেল সেন্টার এখন নাইটিঙ্গেল হাসপাতাল
করোনাভাইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ‘সবচেয়ে ভয়াবহ সংকট’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেছেন, ইউরোপে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো এক দিনে তাদের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।
অন্যদিকে মৃত্যু ঠেকাতে মরিয়া হয়ে লড়ছে ইউরোপ। রাতারাতি বানিয়ে ফেলার চেষ্টা করছে হাসপাতাল। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক্সেল সেন্টারকে দ্রুত পরিবর্তন করে বানানো হয়েছে হাসপাতাল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে নাম দেওয়া হয়েছে ‘নাইটিঙ্গেল’ হাসপাতাল।
ইতোমধ্যে হাসপাতালটিতে পাঁচশ বিছানা স্থাপন করা হয়েছে। এ ছাড়াও আরও তিন হাজার পাঁচশ বিছানা বসানোর জায়গা রয়েছে।
চলতি সপ্তাহের শেষের দিকে এটি চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ করোনায় আজ পর্যন্ত ২৫ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৮৯ জন এবং চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩৫ জন।
Comments