সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা

মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় টাঙ্গাইলের শহরের স্থানীয় সাংবাদিক হাবিব খানের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
সাংবাদিক হাবিব খান

মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় টাঙ্গাইলের শহরের স্থানীয় সাংবাদিক হাবিব খানের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

গতকাল রাতে ওই হামলা হয়। হাবিব খান ইংরেজি দৈনিক নিউ এজের টাঙ্গাইল জেলা সংবাদদাতা এবং পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা।

হাবিব খান বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চলছে। এর ফলে আশেপাশের এলাকায় চুরিসহ নানান অপরাধ বৃদ্ধি পেয়েছে।’

তিনি অভিযোগ করেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে আট সন্ত্রাসীর একটি দল লোহার রড ও হাতুড়ি নিয়ে তার বাড়িতে আসে। তারা আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে তার বাড়ির গেট ভাঙার চেষ্টা করে।

ফোনে পুলিশ ডাকার পর সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।

ওই ঘটনার পর হাবিব খান টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘যারা হামলা করেছেন তাদের সবার তথ্য তিনি এখনো দিতে পারেননি। তবে আমরা ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago