করোনাভাইরাস

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ মানুষ।
করোনার সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন মার্কিন নাগরিকরা। ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা ৯২৮। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৭৬২ জন।

মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৯ হাজার ১৩১ জন। এ ছাড়া, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৮৯১ জন, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩২ জন।

ইরানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৬ জন, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৫২ জন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

30m ago