রাঙ্গামাটিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগ নেতা নিহত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে উসুইপ্রু মারমা (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
উসুইপ্রু মারমা চিৎমরম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। তার বাবার নাম জিংহ্লা মারমা।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ৩টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সিদ্দিকী অভিযোগ করেছেন, উসুইপ্রু মারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে জেএসএস-এর শীর্ষস্থানীয় একাধিক নেতাকে কল করে প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
Comments