স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার

করোনা মহামারিতে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫০ জন মারা গেছেন। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা মহামারিতে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫০ জন মারা গেছেন। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সিএনএন জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের কড়াকড়িতে করোনা সংক্রমণ কমে যাওয়ার আশ্বাস দিলেও দিন দিন দ্রুতগতি বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। আইসিইউ সুবিধা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও স্বাস্থ্য কর্মীদের অভাবের কারণে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক ইউনিয়নের পাশাপাশি বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্পেন সরকার।

এদিকে, ইতালির পর ইউরোপের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেনে মানবিক বিপর্যয়ের পাশাপাশি দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়।

বিবিসি জানায়, লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। যাদের মধ্যে সাড়ে ৫ লাখ অস্থায়ী চাকরিজীবী।

স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখে।

দেশটির শ্রমমন্ত্রী ইওলান্দা দাজ এক সংবাদ সম্মেলনে জানান, পর্যটন ও নির্মাণখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২৩৮ জন আক্রান্ত  হয়েছে। ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago