পাবনায় ৫ হাজার দরিদ্র পরিবারকে স্কয়ারের খাদ্যসহায়তা
করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে শিল্প প্রতিষ্ঠান স্কয়ার পরিবার।
প্রতিষ্ঠানটি পাবনার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে দরিদ্র পরিবারের কাছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনা সুজানগর উপজেলার নিজামুদ্দিন আজগর আলি কলেজ মাঠে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।
সামাজিক দূরত্ব বজায়ে রেখে সারিবদ্ধভাবে প্রতিটি পরিবারের সদস্যদের পাঁচ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ কর্মসূচির পাশাপাশি বেসরকারি উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Comments