নোয়াখালীতে একই পরিবারের ৯ জন কোয়ারেন্টিনে, পালিয়েছেন দুবাইফেরত
করোনা সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ীর গোবিন্দপুরে এক দুবাই প্রবাসীর বাড়ীর ৯ সদস্যকে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। সতর্কতায় বাড়িটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
কোয়ারেন্টিনে রাখা ৯ সদস্যের মধ্যে পাঁচ মাস বয়সী দুই শিশুও রয়েছে। তবে ওই দুবাইফেরত বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ও সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম পুলিশ নিয়ে ওই বাড়ির লোকজনকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যান এবং বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে।
ডা. মাইনুল ইসলাম জানান, গত ২২ মার্চ ওই পরিবারের একজন সদস্য দুবাই থেকে দেশে ফেরেন। এর মধ্যে পরিবারের কয়েকজন সদস্য সর্দি- জ্বরে আক্রান্ত হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই পরিবারের ৯ সদস্যকে হাসপাতালে আনা হয়।
তিনি আরও জানান, পৌরসভার একটি স্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো।
কোয়ারেন্টিন সময় শেষ হলে তাদের সবার শারীরিক অবস্থা দেখে ছাড়পত্র দেওয়া হবে, জানান তিনি।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, লকডাউন করা বাড়িটি বর্তমানে প্রশাসনের নজরদারিতে রয়েছে। এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। দুবাইফেরত ব্যক্তিকে খুঁজতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
Comments