করোনায় মারা গেলে চিকিৎসাকর্মীর পরিবার পাবে ১ কোটি রুপি
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে কোনো চিকিৎসাকর্মী নিজে আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে এক কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন কেজরিওয়াল।
আম আদমি পার্টির এই নেতা বলেন, ‘যুদ্ধের সময় সৈন্যরা নিজের জীবন বাজি রেখে দেশকে নিরাপত্তা দেয়। পুরো জাতি তাদের কাছে ঋণী থাকে। আজ, আপনারা (স্বাস্থ্যকর্মীরা) যে পেশায় আছেন সেটা একজন সৈনিকের চেয়ে কম নয়। আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে, দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘দিল্লি সরকার আগেই ঘোষণা দিয়েছে যদি কোনো যোদ্ধা দেশকে নিরাপদ রাখতে গিয়ে মৃত্যুবরণ করেন তবে তার পরিবারকে এক কোটি রুপি দেওয়া হবে। আজকে, আপনাদের (স্বাস্থ্যকর্মী) প্রতি শ্রদ্ধার সঙ্গে আমি বলতে চাই, যদি কোনো স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ডাক্তার কিংবা নার্স করোনা যুদ্ধে শহীদ হন তবে তাদের পরিবারকে এক কোটি রুপি দেওয়া হবে। শহীদ কর্মী সরকারি, বেসরকারি যে স্বাস্থ্য কেন্দ্রেরই হোক না কেন তার পরিবারের জন্য এ প্রাপ্য বরাদ্দ থাকবে।’
করোনা মোকাবিলায় এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ লাখ ৭০ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণার সময় কোভিড-৯ আক্রান্তদের চিকিৎসায় যুক্ত ডাক্তার, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য ৫০ লাখ রুপি বীমা ঘোষণা করেছিলেন।
Comments