বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে ০.২ থেকে ০.৪ শতাংশ: এডিবি
নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ এর প্রভাবে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ০.২ শতাংশ থেকে ০.৪ শতাংশ কমে যেতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ প্রকাশিত এডিবির ডেভলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরে তা ছিল ৮ দশমিক ২ শতাংশ।
এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘কোভিড-১৯ এই বৈশ্বিক মহামারির প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ০.২ শতাংশ থেকে ০.৪ শতাংশ ক্ষতি হতে পারে। তবে করোনার বিস্তার যদি আরও বেশি হয় সে ক্ষেত্রে ক্ষতি পরিমাণ হয়ত আরও বাড়তে পারে।’
এডিবির রিপোর্টে বলা হয়েছে গত আট মাসে বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। কিন্তু, কোভিড-১৯ এর প্রভাবে রপ্তানি ও প্রবাসী আয় কমে যাবে। মানুষের ভোগও কম হবে।
Comments