হাফিজের সেরা পাঁচ ব্যাটসম্যানে দুই ভারতীয়

ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নে বরাবরই বিতর্ক থেকে যায়। বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিয়ে থাকবেন। এমনকি সেরা পাঁচ জন ব্যাটসম্যান বেছে নিতে গেলেও বিতর্ক থেমে থাকে না। তবে পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের দৃষ্টিতে সেরা পাঁচ জন ব্যাটসম্যানের দুই জনই ভারতীয়। পাকিস্তান থেকে আছেন একজন।
ফাইল ছবি: এএফপি

ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নে বরাবরই বিতর্ক থেকে যায়। বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিয়ে থাকবেন। এমনকি সেরা পাঁচ জন ব্যাটসম্যান বেছে নিতে গেলেও বিতর্ক থেমে থাকে না। তবে পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের দৃষ্টিতে সেরা পাঁচ জন ব্যাটসম্যানের দুই জনই ভারতীয়। পাকিস্তান থেকে আছেন একজন।

করোনাভাইরাসের কারণে বর্তমানে হোম কোয়ারেন্টিনে সময় কাটাচ্ছেন পৃথিবীর প্রায় সব খেলোয়াড়। টানা ঘরে থাকায় সময় কাটানোর জন্য সামাজিক মাধ্যমে স্বাভাবিকভাবেই বেশি সময় দিচ্ছেন খেলোয়াড়রা। ভক্তদেরও কিছুটা সময় দেওয়ার সুযোগ মিলেছে অনেকের। আর ভক্তরাও সে সুযোগে নানা প্রশ্ন করছেন। হাফিজকে তার সেরা পাঁচ ব্যাটসম্যানের নাম জানতে চেয়ে অসিম কামার নামে একজন প্রশ্ন করেন। তার উত্তরেই নিজের তালিকা দেন হাফিজ।

বর্তমানে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটরাই এখন বিশ্ব ক্রিকেট শাসন করছেন। সেরা তালিকায় তাদের থাকাটা অনেকটাই স্বাভাবিক। কিন্তু এদের মধ্যে একমাত্র কোহলিকেই রেখেছেন হাফিজ। বর্তমান সময়ে খেলতে থাকা একমাত্র খেলোয়াড়ই কোহলিই। তালিকার বাকি চার জনই অবসর নিয়েছেন

হাফিজের পছন্দের অপর ভারতীয় ক্রিকেটার হলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। একমাত্র পাকিস্তানী ব্যাটসম্যান হিসেবে আছেন সাঈদ আনোয়ার। তালিকায় অপর দুই ব্যাটসম্যান হচ্ছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স অবশ্য নিলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago