বগুড়ার ধুনটে ৩ বাড়ি লকডাউন
করোনাভাইরাস সতর্কতায় বগুড়ার ধুনট উপজেলার সিয়ালি গ্রামের তিনটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা পুলিশসহ ওই গ্রামে যান এবং একই পরিবারের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
গত ২৯ মার্চ ৪৫ বছরের একজন পুরুষ (ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন) বগুড়া মহম্মদ আলী হসপিটালে ভর্তি হন। করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ থাকায় পরিবারের লোকজন তাকে সেখানে এনে ভর্তি করান বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিক আমিন কাজল।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও ফল জানতে পারিনি।’
ইউএনও রাজিয়া সুলতানা বলেন, ‘আইসোলেশনে থাকা ওই ব্যক্তির পরিবারের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। যদি তার নমুনার ফলাফল ভালো হয় তবে লকডাউন তুলে নেওয়া হবে। এসময় উপজেলা প্রশাসনই তাদের বাড়িতে খাবার সরবরাহ করবে। বাইরে থেকে কেউ এখানে ঢুকতে পারবে না । আবার কেউ বাড়ি থেকে বেরও হতে পারবে না।’
Comments