ঢাকা-আরিচা মহাসড়কে ৩ স্তরের চেকপোস্ট
সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মহাসড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা মহাসড়কে তিন স্তরের চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে মানিকগঞ্জ জেলা পুলিশ আজ শুক্রবার এই চেকপোস্ট বসায়।
এ কার্যক্রম তদারকি করছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান ও মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া যানবাহন ফিরে যেতে বলা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সব শ্রেণি ও পেশার মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিতে হবে। এজন্য, সরকার সাধ্যমত চেষ্টা করছে।
Comments