সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ২০টি বাড়ি লকডাউন
সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে শিক্ষার্থীর বাড়িসহ এলাকার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত লকডাউনের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া কলেজ শিক্ষার্থী করোনাভাইরাস সংক্রমিত ছিলেন কিনা, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বাড়িগুলো লকডাউন থাকবে।
কলেজ শিক্ষার্থীর বাবা জানান, গত ৬-৭দিন ধরে জ্বরে ভুগছিলেন তার ছেলে। পাশাপাশি তার শ্বাসকষ্টও ছিল। বৃহস্পতিবার রাতে অবস্থা খারাপ হলে স্থানীয় চিকিৎসক চিকিৎসা দেন। রাত ১২টার দিকে সে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও স্বাস্থ্য কর্মীরা আজ দুপুরে কলেজ শিক্ষার্থীর বাড়িতে যান। স্বাস্থ্য সহকারী ফারুক হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীরা মৃতের নমুনা সংগ্রহ করেন।
Comments