করোনাভাইরাস: মোটা অঙ্কের অনুদান ইংলিশ ক্রিকেটারদের
করোনাভাইরাসের মহামারির সময়ে নিজেদের আয় থেকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের চুক্তিভুক্ত ক্রিকেটাররা। তাদের অনুদানে আছে কিছুটা ভিন্নতা। দাতব্য সংস্থার পাশাপাশি আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও অর্থ ফিরিয়ে দিচ্ছেন জো রুট, ওয়েন মর্গ্যানরা।
সাদা ও লাল বলের সংস্করণে চুক্তিভুক্ত ২২ ক্রিকেটারের অনুদানের পরিমাণ ৫ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার অঙ্কে যা ৫ কোটি টাকারও বেশি। এরমধ্যে একটা অংশ তারা দিচ্ছেন নিজেদের ক্রিকেটবোর্ডকে। বাকি অংশ কিছু দাতব্য সংস্থাকে দান করবেন তারা।
এছাড়া ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা আগামী তিন মাসের পারিশ্রমিক কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই খেলা বন্ধ আছে সব দেশে। খেলা বন্ধ থাকায় আয় নিয়েও সংকটে ইসিবি। এই সময়ে ক্রিকেটারদের বেতন কমানোর আলাপ উঠেছিল। তবে তাতে তারা সাড়া দেননি। যদিও ফিরিয়ে দেওয়া এই অঙ্ক হিসাব করলে তিন মাসের বেতরের ২০ শতাংশ কাটা পড়ল তাদের।
এক বিবৃতিতে পুরুষ ক্রিকেট দল জানায়, ‘'এই অনুদান কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের তিন মাসের ২০ শতাংশ।'
নারী দলের অধিনায়ক হিদার নাইট বলেন, 'সব খেলোয়াড়ই বর্তমান পরিস্থিতি অনুধাবন করে এই সাড়া দিতে চেয়েছে।'
সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এই অনুদান কেবলই শুরু বলে জানিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। আরও বিভিন্নভাবে তারা মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করছেন বলে জানিয়েছেন।
জস বাটলার যেমন তার বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি তুলেছেন নিলামে। এরমধ্যে নিলামে সে জার্সির দাম পৌঁছেছে কোটির কাছাকাছি। নারী দলের অধিনায়ক হিদার নাইট জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে যোগ দিয়েছেন।
Comments