করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন
চাঁদপুরের মতলব উত্তরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকার তিনটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয় প্রশাসন বাড়ি তিনটি লকডাউন ঘোষণা করে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন দিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই নারী। গতকাল রাতে জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, চাঁদপুর জেলা সিভিল সার্জনের নির্দেশে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ওই তিন বাড়ি লকডাউন থাকবে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে আমরা মরদেহ নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। সেই অনুসারে তার দাফন হয়েছে।’
Comments