অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিববার লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
Lalmonirhat_Map
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিববার লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে দেওয়া হবে না। বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এ ছাড়া, ভোক্তারা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসাররা তৎপর রয়েছেন।

Comments

The Daily Star  | English

Dhaka-Delhi ties should be based on equity: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said they need to maintain good relations with India but that should be based on equity and fairness

1h ago