১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল
করোনাভাইরাস সতর্কতায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার।
এরপর থেকে সারাদেশে সব ধরনের গণপরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাটডাউনের সময় পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন এবং ইন্টারনেটের মতো জরুরি সেবা চলমান থাকবে।
কৃষি পণ্য, সার, কীটনাশক, গণমাধ্যম, খাদ্য, মালপত্র, চিকিৎসা সামগ্রী, নিত্যব্যবহার্য সামগ্রী, কাঁচাবাজার, রেস্তোরাঁ, ওষুধের দোকান এবং হাসপাতাল শাটডাউনের আওতার বাইরে থাকবে।
এতে আরও বলা হয়, কেবল জরুরি কাজে অফিস খোলা যাবে। ওষুধ শিল্প এবং রপ্তানি সংশ্লিষ্ট শিল্প ও কারখানা প্রয়োজনে চালু থাকতে পারে।
Comments