ঢাকা মেডিকেলে কোভিড-১৯ হটলাইন চালু, অন্যান্য চিকিৎসাও মিলবে ফোনে

ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ১০৬৫৬ নম্বরে কল করে যে কেউ টেলিমেডিসিন (অডিও) সেবা নিতে পারবেন।

দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আজ এই সেবা চালু করল ঢামেক কর্তৃপক্ষ।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, সংকটময় পরিস্থিতিতে জনগণের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে নানা প্রশ্ন ও ভীতির সঞ্চার হচ্ছে। এছাড়া প্রতিদিনই মানুষ অন্যান্য নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ মুহূর্তে যানবাহন চলাচল সীমিত থাকায় রোগীরা হাসপাতালে এসে সেবা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন। তাছাড়া চিকিৎসার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে রোগীরা ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে আসতে পারছে না। এর প্রেক্ষিতে এই হট লাইন চালু করা হয়েছে।

বিটিআরসির কাছ থেকে একটি শর্টকোর্ড নম্বর নেওয়া হয়েছে। এ নম্বর থেকে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ পাওয়া যাবে।

এছাড়া রোগীরা এই নম্বরগুলোতে সরাসরি ফোন করে তাদের চাহিদা অনুযায়ী সাতটি বিষয়ে সেবা নিতে পারবেন।

মেডিসিন বিভাগ ইউনিট ০১৭৯৭১৭০১৩৯ ও ০১৭৯৭১৭০৮৬৫, সার্জারি বিভাগ ০১৭৯৭১৭৮৪৩৫, গাইনি বিভাগ ০১৭৯৭১৭১০১৮, শিশু বিভাগ ০১৭৯৭১৭০২৯৪, ইমার্জেন্সি বিভাগ ০১৭৯৭১৭০৩৫৮, হৃদরোগ বিভাগ ০১৭৯৭১৭৪৮১৭ প্রশাসন বিভাগ ০১৭৯৭১৭১৩৫৬।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago