নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ম্যাপ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকাল ৩টার দিকে লকডাউনের ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়িতে করোনা আক্রান্ত রোগী ছিলেন। দুদিন আগে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আইইডিসিআর থেকে ওই রোগীর আক্রান্ত হওয়ার বিষয়ে আমাদের জানানো হলে সতর্কতা হিসেবে পূর্ব লামাপাড়া লকডাউন করা হয়েছে। সেখানে পুলিশের প্রহরা বসানো হয়েছে। ইতোমধ্যে এ এলাকার বিভিন্ন বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।’

করোনা আক্রান্ত রোগী যাদের সংস্পর্শে গিয়েছিলেন, তাদের খোঁজ নিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

Comments