করোনায় দুদক পরিচালকের মৃত্যু

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডমিন বিভাগের পরিচালক আজ সোমবার সকালে মারা গেছেন।
রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় গত কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোররাত ২টার দিকে তার রক্তচাপ কমতে শুরু করে। তিনি সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।’
‘কীভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তা জানা যায়নি’ উল্লেখ করে ডা. শিহাব বলেন, ‘আমরা বিষয়টি দুদক মহাপরিচালককে জানিয়েছি। কেউই বলতে পারেননি তিনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন।’
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন দুদক পরিচালকের স্ত্রী, সন্তানদের আইসোলেশনে রাখা হয়েছে।
Comments