অসহায়দের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: ইউএনও

যশোরের মণিরামপুরে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। আজ সোমবার এক প্রশ্নের জবাবে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
আহসান উল্লাহ শরিফী বলেন, ইতোমধ্যে ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ১৯ টন বিতরণ করা হবে। তা ছাড়া, আমরা হেল্প লাইন খুলেছি। যারা খাবারের জন্য ফোন করছেন, তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
গতকাল ত্রাণের দাবি উপজেলা পরিষদ চত্বরে প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করে দুই শতাধিক মানুষ। দুপুর ৩টার দিকে উপজেলার সুন্দলপুর, আগরহাটি, পাড়দিয়া, গাংড়া, মহাদেবপুর, দোলখোলা, মোহনপুর ও জয়পুর গ্রামে অসহায় মানুষ মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে শুরু করেন।
শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের আখিরা বেগম বলেন, ‘সংসারে আট জন লোক। ভিক্ষা করে সংসার চলতো। এখন কেউ ভিক্ষা দেয় না। না খেয়ে আছি। এখানে আইছি, কিছুই পাইনি।’
সুন্দলপুর গ্রামের শহীদুল ইসলাম বলেন, ‘আমি পরিবহন শ্রমিক। এক মাস ধরে আমাদের বলা হচ্ছে, গাড়ি বন্ধ রাখতে। খাবার নাকি বাড়ি পৌঁছে যাবে। আজ পর্যন্ত কিছুই পাইনি।’
একই গ্রামের হারুন বলেন, ‘সকালে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দাঁড় করিয়েছিলাম। তারা আমাদের বলেছেন, উপজেলায় আসতে। এখানে আসার পর আমাদের খেলার মাঠে নিয়ে এক ঘণ্টা দাঁড় করিয়ে নাম লিখিয়েছে। পরে ইউএনও অফিসে তালা দিয়ে বেরিয়ে গেছে। আমাদের কিছু দেয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
আহসান উল্লাহ শরিফী বলেন, ‘গতকাল যারা উপজেলায় এসেছেন তাদের নামের তালিকা করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।’
Comments