কনজয়েন্ড টুইন দেখতে প্রতিবেশীদের ভিড়
যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে কনজয়েন্ড টুইন কন্যা শিশুর জন্ম হয়েছে। গতকাল রাতে গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইসলাম এমিলি অস্ত্রোপচার করেন।
শিশুদের বাবার নাম উজ্জ্বল হোসেন। তার বাড়ি চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তসবিসপুর গ্রামে। উজ্জ্বল হোসেন জানান, যমজ শিশুর বুক এক সঙ্গে লেগে আছে। তা ছাড়া, সব কিছু আলাদা। শিশু ও তাদের মা সুস্থ আছে। আজ সকালে হাসপাতাল থেকে বাড়িতে আসার পর থেকে বাচ্চাদের দেখার জন্য প্রতিবেশীরা ভিড় করছে।
Comments