করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
হাসপাতালের সুপারইনটেনডেন্ট সাইফুর রাহমান বলেন, ‘গত ৪ এপ্রিল জ্বর, ঠান্ডাজনিত সমস্যা ও কিডনি জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে করোনা আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন।’
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গতকালই আমরা চর মুজুরদিয়া গ্রামের এক শ পরিবারকে লকডাউন করেছি। আইইডিসিআর থেকে প্রতিবেদন আসা পর্যন্ত তাদের চলাচল সীমিত থাকবে।’
Comments