করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

হাসপাতালের সুপারইনটেনডেন্ট সাইফুর রাহমান বলেন, ‘গত ৪ এপ্রিল জ্বর, ঠান্ডাজনিত সমস্যা ও কিডনি জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে করোনা আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গতকালই আমরা চর মুজুরদিয়া গ্রামের এক শ পরিবারকে লকডাউন করেছি। আইইডিসিআর থেকে প্রতিবেদন আসা পর্যন্ত তাদের চলাচল সীমিত থাকবে।’

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

46m ago