সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জের ভুইগাতি এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আজ সোমবার এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মো. শফিকুল ইসলামের বাড়ি (২৭) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি ভুইগাতি এলাকায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, আজ সোমবার ভোর ৬টার দিকে ভুইগাতি বাসস্ট্যান্ডের কাছে শফিকুল গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Comments