মৌলভীবাজারে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বর্ণালী দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ভাইরোলজিস্ট ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। সতর্কতার জন্য মৃত ব্যক্তি যে বাজারে ব্যবসা করতেন, তার আশেপাশের ডলা, ভাঙ্গারহাট, সৈয়দনগর, আকুয়া ও গনেশপুর গ্রাম লকডাউন করেছে পুলিশ। এ ছাড়া, রাজনগর থানার কয়েকজন পুলিশ সদস্য, টেংরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য হোম কোয়ারেন্টিনে আছেন।
গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও সর্দি নিয়ে মারা যান। র্যাপিড রেসপন্স টিম ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য তার স্ত্রীর নমুনাও সংগ্রহ করা হয়। নমুনাগুলো পরীক্ষা করতে সিভিল সার্জন অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। সতর্কতার জন্য পাঁচটি গ্রাম লকডাউন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঊর্মি রায় বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি জানানোর পর আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আশেপাশের পাঁচটি গ্রাম লকডাউন করা হয়েছে।’
Comments