সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-বাজার বন্ধের নির্দেশ
করোনা সংকট মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর সব কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়া মহল্লার মধ্যে অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান আজ সোমবার জানিয়েছেন, ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এই নির্দেশের আওতায় পড়বে না।
Comments