জরুরি অবস্থা ঘোষণা করছে জাপান
করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার গতি রুখতে জরুরি অবস্থা জারি করতে চলেছে জাপান। রাজধানী টোকিও, ওসাকাসহ ছয়টি এলাকা জরুরি পরিস্থিতির আওতায় থাকবে।
দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, একমাস স্থায়ী জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত মঙ্গলবারের মধ্যেই কার্যকর হতে পারে।
রয়টার্স জানায়, ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষার পরিকল্পনার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে ৯৯০ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন অ্যাবে।
অন্যান্য দেশের তুলনায় করোনাভাইরাস এখনও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে জাপান। কিন্তু শঙ্কা রয়েছে যে, টোকিওতে একবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে বিশ্বের বৃহত্তম এই শহর করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়ে যেতে পারে।
এখন পর্যন্ত টোকিওতে প্রায় হাজার খানেক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। এক সপ্তাহে টোকিওতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশজুড়ে মারা গেছে ৮৫ জন।
আরও পড়ুন:
আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান
Comments