কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন, ১০ জন উদ্ধার
কাভার্ডভ্যানে করে ময়মনসিংহ থেকে গাজীপুর যাওয়ার পথে দুই শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ। কাভার্ডভ্যানে প্রায় দম বন্ধ অবস্থায় ছিলেন তারা। যাত্রীদের প্রাণহানির সম্ভাবনাও ছিল।
আজ সোমবার দুপুর ২টার দিকে গাজীপুরের ভবানীপুর এলাকায় যাত্রীদের উদ্ধার করে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘ভবানীপুর এলাকায় কাভার্ডভ্যানের ভেতরে তল্লাশী চালিয়ে ওই যাত্রীদের উদ্ধার করা হয়। চালকের বিরুদ্ধে মামলা দিয়ে যাত্রীদের বাড়িতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, অ্যাম্বুলেন্স, চিকিৎসকের গাড়ি ছাড়া মহাসড়কে কোনো যাত্রীবাহী যানবাহন চলতে দেয়া হচ্ছে না।’
কাভার্ডভ্যানের যাত্রী সোহেল রানা জানান, তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। কাজে যোগ দিতে গাজীপুরের উদ্দেশ্যে বের হলে কোনো গাড়ি না পেয়ে ২০০ টাকা ভাড়ায় ওই কাভার্ডভ্যানে ওঠেন।’
Comments