চাঁপাইনবাবগঞ্জে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে উপজেলার পূর্ব-সাহেব গ্রামের ওই বাসিন্দা মারা যান। তার বয়স ৪৬ বছর। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কালই তিনি মনিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে বাড়িতে ফেরেন। তার সঙ্গে ওই এলাকার আরও একজন সিংগাইর থেকে ফিরেছেন। সেখানে তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।’

‘মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে ফেরা দুই জনের নমুনা সংগ্রহ করে আজ পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হবে। করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর পরে পূর্ব-সাহেব গ্রাম লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে গোমস্তাপুর উপজলো প্রশাসন। সেই সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়ন পরিষদ এলাকাও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন’— বলেন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

আরও পড়ুন:

সিংগাইরে করোনা রোগী, পৌর এলাকা লকডাউন

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

21h ago